সুপারের বাণী ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
সুপারিনটেনডেন্ট এর বানী।
মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে আশরাফুল মাখলুক্বাত হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞানের ক্ষেত্রে ফেরেস্তাদের উপর আদম (আ.) কে শ্রেষ্টত্ব দান করেছেন। এক সময় জাগতিক ও আধ্যাতিক জ্ঞানের অপূর্ব সমন্নয়ে এমন অসাধারণ ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিলেন, যারা সমগ্র বিশ কে বিস্মিত, হতবাক ও আলোড়িত করেছিলেন। তারা শুধু পুথিগত বিদ্যার সমৃদ্ধ না হয়ে সকল জ্ঞান বাস্তবায়নে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা কোরআন-সুন্নাহের আলোকে গতানুগতিক ধারাকে আধুনিক ও উন্নত করে যুগোপযোগি করার দৃঢ় প্রত্যয় নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
দয়াময় রাব্বুল আলামিনের কাছে আমাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করছি।